অনেকদিন ব্লগ ঘুমন্ত ছিল । শীতঘুম ভেঙ্গে সে উঁকি মারছে আত্মগোপনের গুহা থেকে। চারপাশের যা অবস্থা তাতে আবার ডুব মারলে দোষ দেওয়া যায়না, কিন্তু যেতে পারি কিন্তু কেন যাব, এক পেয়ালা গরম কফি খাব, এইসব বলে মনের জোর সঞ্চয় করে সে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে । ভালো থাকুন না থাকুন ভালো থাকার চেষ্টা করে যান!
ইতিমধ্যে বেশ কিছু বাংলা লেখা প্রকাশিত হয়েছে । ভালো ভালো বিষয়: অসাম্য, বাজারের নৈতিক সীমা ইত্যাদি । কোনো কারণে ঘুম না এলে পড়ে দেখবেন, খুব কাজে দেবে ।
মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি: মুক্ত বাজারের সীমারেখা (অমিতাভ গুপ্তের সাথে) বারোমাস, বড়দিন সংখ্যা ২০১৪ । বিশালবপু এই পিডিএফ ফাইল না খুলতে চাইলে এটি দুই কিস্তিতে ব্লগে পোস্ট করেছিলাম, তাদের লিংক:
সব অসাম্য নয় সমান, অনুষ্টুপ, শারদীয় সংখ্যা, ২০১৪ |
No comments:
Post a Comment