Monday, April 26, 2021

শীর্ণ ছায়া - রণজিৎ দাশ

শীর্ণ ছায়া 

রণজিৎ দাশ 

সমস্ত মুক্তির পথে অন্ধ ভিখারির মত

ভালোবাসা ঠায় বসে থাকে।

পথের ওপরে তার ক্ষুদ্র, শীর্ণ ছায়া

নিঃশব্দে ডিঙিয়ে যেতে হয়।

সমস্ত মুক্তির পথে, এটুকুই, মূল পরিশ্রম। 


Shrivelled Shadow

Ranajit Das


On all paths to salvation

Love sits still

like a blind beggar


You have to cross

its small shrivelled shadow

Quietly

to pass through

On all paths to salvation, this is the main struggle.